ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিনা আমিরি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২১, ১৫:৩৫

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিনা আমিরি
রিনা আমিরি।

আফগানিস্তানে একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন আফগানিস্তানে নারী, মেয়ে ও মানবাধিকার বিষয়ক দূত হিসেবে রিনা আমিরির নাম ঘোষণা করেন। খবর আল জাজিরার।

প্রায় দুই দশক ধরে জাতিসংঘ ও আফগানিস্তান ইস্যুতে মার্কিন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিরি।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সরকারের সময়ে রিনা আমিরি আফগানিস্তান ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এক টুইটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেন, ‘আফগান নারী, মেয়ে ও মানবাধিকার বিষয়ে বিশেষ দূত হিসেবে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিনা আমিরির প্রত্যাবর্তনকে স্বাগত জানাই।’

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, নিরাপদ আফগানিস্তান চাই। যেখানে সব আফগান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অন্তর্ভুক্তিতে বাস করতে পারে। বিশেষ দূত আমিরি আমার সঙ্গে সেই লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।’

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত