ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে সোমালিয়ায় সরকারি মুখপাত্র

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২২, ১৮:৪৯  
আপডেট :
 ১৬ জানুয়ারি ২০২২, ১৯:০০

বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে সোমালিয়ায় সরকারি মুখপাত্র
ছবি: সংগৃহীত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেশটির সরকারি মুখপাত্র ইব্রাহিম মোয়ালিমু আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় রোববার এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সন্দেহভাজন এক আত্মঘাতী হামলাটি চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সোমালি ন্যাশনাল নিউজ এজেন্সি। খবর আল জাজিরার।

এছাড়া ঘটনাস্থলে থাকা এক ফটোগ্রাফার জানিয়েছেন, তিনি ইব্রাহিমের বাড়ির বাইরে একজনের দেহের অংশ পড়ে থাকতে দেখেছেন। ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী হামলাকারীই শরীরের অংশ।

সোমালি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, কারা এই হামলার পেছনে দায়ী সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে এর আগেও সোমালিয়ায় বিভিন্ন হামলার দায় স্বীকার করেছে আল শাবাব এবং আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন গোষ্ঠী।

এর আগে গত নভেম্বরে রাজধানী মোগাদিসুতে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত এবং আরও ২৩ জন আহত হয়। তবে ওই হামলার দায় স্বীকার করে সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠী আল শাবাব।

বাংলাদেশ জার্নাল/পিএল

  • সর্বশেষ
  • পঠিত