ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

শত কোটিতম টিকা সরবরাহ করল কোভ্যাক্স

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ০৩:২৫

শত কোটিতম টিকা সরবরাহ করল কোভ্যাক্স
ছবি- সংগৃহীত

সারা বিশ্বে এখন পর্যন্ত ৩২ কোটির বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যুবরণ করেছেন প্রায় ৫৫ লাখ। এছাড়া সমগ্র বিশ্বে এখন পর্যন্ত প্রায় ৯০০ কোটি টিকাদান করা হয়েছে বলে জানিয়েছে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টার।

ইউনিসেফের নির্বাহী পরিচালক জানিয়েছেন, শনিবার (১৫ এপ্রিল) রুয়ান্ডায় ১১ লাখ টিকা সরবরাহের সঙ্গে সঙ্গে টিকা বিতরণের বৈশ্বিক জোট কোভ্যাক্সের শত কোটিতম টিকা সরবরাহ পূর্ণ হয়েছে।

হেনরিয়েটাফোর বলেন, “বিশ্বে এমন কোটি কোটি মানুষ রয়েছেন যারা এখনও এক ডোজ টিকাও পাননি। আমাদের এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে”।

নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে সমপরিমাণ টিকা সরবরাহের উদ্দেশ্যে গঠিত বৈশ্বিক জোটের নাম কোভ্যাক্স।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত