ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

চীনে জন্মহার কমার নতুন রেকর্ড

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ১৩:৫৪  
আপডেট :
 ১৭ জানুয়ারি ২০২২, ১৩:৫৯

চীনে জন্মহার কমার নতুন রেকর্ড
প্রতীকী ছবি

চীনের মূল ভূখণ্ডে ২০২১ সালে প্রতি এক হাজারে জন্মহার রেকর্ড সংখ্যক কমে ৭ দশমিক ৫২ শতাংশ হয়েছে। সোমবার দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানায়।

জন্মহারের ক্রম নিম্নগতির প্রেক্ষাপটে গত বছর বেইজিং দেশটিতে নতুন আইন জারি করে। তাতে প্রতি দম্পতিকে তিনটি করে সন্তান জন্মদানের অনুমতি দেয়া হয়েছে।

২০১৬ সালে কয়েক দশক পুরানো এক সন্তান নীতি বাতিল করে চীন। এরপরই তারা নাগরিকদের জন্য দুই সন্তান নীতি চালু করে।

কিন্তু নগর জীবনের উচ্চ ব্যয়ের কারণে চীনে দম্পতিরা শিশু জন্মদানের বিষয়ে অনাগ্রহ দেখাতে শুরু করেন। এতে কমতে থাকে জন্মহার।

চীনে জন্মহারের ওই পরিসংখ্যানের তথ্য সংগ্রহ করা হয় ১৯৪৯ সাল থেকে। অভিবাসন বাদ দিলে চীনে ২০২১ সালে জন্মহার ছিল দশমিক শূন্য ৩৪ শতাংশ, যা ১৯৬০ সালের পর সবচেয়ে কম।

পিনপয়েন্ট অ্যাসেট ব্যবস্থাপনার প্রধান অর্থনীতিবিদ ঝিয়েই ঝং বলেন, ‘জনসংখ্যা সংক্রান্ত চ্যালেঞ্জ সর্বজনজ্ঞাত। তবে লোকজনের বুড়িয়ে যাওয়ার গতি প্রত্যাশার চেয়েও দ্রুততর।’

পরিসংখ্যানে দেখা গেছে, ২০২১ সালে চীনে ১ কোটি ৬২ লাখ শিশুর জন্ম হয়েছে। আগের বছর (২০২০) এ সংখ্যা ছিল ১ কোটি ২০ লাখ।

২০২০ সালে হাজারে জন্মহার ছিল ৮ দশমিক ৫২ শতাংশ।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত