ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বিমানের চাকায় লুকিয়েই পাড়ি এক দেশ থেকে আরেক দেশে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ০৯:৫১

বিমানের চাকায় লুকিয়েই পাড়ি এক দেশ থেকে আরেক দেশে
ছবি- সংগৃহীত

বিমানের ভেতরে নয়, চাকায় লুকিয়েই চলে যাওয়া যায় এক দেশ থেকে আরেক দেশে। এমন কান্ডই ঘটিয়েছেন এক আফ্রিকান। দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফোল বিমানবন্দরে পৌঁছে গেছেন বিমানের চাকার নিচে লুকিয়ে থেকেই।

ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক খবরে জানা যায়, কার্গোলাক্সের ঐ মালবাহী বিমানটির কেনিয়ার নাইরোবিতে একটি যাত্রাবিরতি দিয়ে জোহানেসবার্গ থেকে আমস্টারডামে পৌঁছাতে সময় লেগেছিলো প্রায় ১১ ঘণ্টা। এতো সময় পরেও নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফোল বিমানবন্দরে ঐ ব্যক্তিকে জীবিত উদ্ধার করে দেশটির পুলিশ। ঐ ব্যক্তিটি জোহানেসবার্গ থেকে নাকি নাইরোবি থেকে উঠছিলো চাকার নিচে সেটি এখনো নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

রয়্যাল ডাচ মিলিটারি পুলিশের মুখপাত্র জোয়ানা হেলমন্ডস বলেন, বিমানের নোজ হুইলের অংশে লোকটিকে জীবিত পাওয়া গেছে। তার বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, লোকটি যে এখনও জীবিত আছে, এটি সত্যিই আশ্চর্যজনক।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত