ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ভারতে বেড়েছে করোনা শনাক্ত ও মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ১২:০০

ভারতে বেড়েছে করোনা শনাক্ত ও মৃত্যু
প্রতীকী ছবি

পাঁচ দিন পর মঙ্গলবার ভারতে করোনা সংক্রমণ নেমেছিল তিন লাখের নিচে। বুধবারও তা অব্যাহত রইল। তবে মঙ্গলবারের তুলনায় বেড়েছে আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন, ২ লাখ ৮৫ হাজার ৯১৪ জন; মঙ্গলবার যা ছিল ২ লাখ ৫৫ হাজার ৮৭৪।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৬৬৫ জনের, যা মঙ্গলবারের তুলনায় বেশি। সংক্রমণের হার ১৬ দশমিক ১৬ শতাংশ।

সাপ্তাহিক সংক্রমণের হার ১৭ দশমিক ৩৩ শতাংশ। এ ক্ষেত্রেও সংক্রমণের হার মঙ্গলবারের তুলনায় বুধবার সামান্য বেড়েছে। ভারতে এ পর্যন্ত মোট ৭২ কোটিরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে ১৭ লাখ ৬৯ হাজার ৭৪৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

ভারতে এ পর্যন্ত ১৬৩ কোটি ৫৮ লাখ টিকা দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণের নিরিখে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরই ভারত। দেশটিতে এখন পর্যন্ত চার কোটিরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা সাত কোটিরও বেশি।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত