ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

দল ছাড়লেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা কপিল সিব্বাল

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২২, ১৭:১৫  
আপডেট :
 ২৫ মে ২০২২, ১৭:৩৫

দল ছাড়লেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা কপিল সিব্বাল
কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা আইনমন্ত্রী কপিল সিব্বাল। ছবি: সংগৃহীত

ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও দেশটির সাবেক কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিব্বাল দল ছেড়েছেন। বুধবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী লখনউয়ে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের উপস্থিতিতে রাজ্যসভায় মনোনয়ন পেশ করেন তিনি।

বুধবার এনডিটিভি এ খবর জানিয়েছে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি গত ১৬ মে কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছি।’ প্রবীণ এ আইনজীবী বলেন, রাজ্যসভায় নির্দলীয় প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিলেন। তবে তিনি সমাজবাদী পার্টির সমর্থন পাবেন।

কপিল সিব্বাল ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতাদের অন্যতম। কিন্তু বেশ কিছুদিন ধরে শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব বেড়ে গিয়েছিল। কংগ্রেসের সংস্কার নিয়ে দলটির যেসব নেতা বেশি সরব ছিলেন, দলে গণতন্ত্র ফেরানোর দাবি যাদের মধ্যে ছিল প্রকট, তাদের মধ্যে কপিল সিব্বাল অন্যতম। সম্প্রতি ওই নেতাদের মধ্যে গুলাম নবি আজাদ, আনন্দ শর্মাদের গুরুত্ব দেয়া হলেও কপিলকে কোনো দায়িত্ব দেয়া হয়নি।

বাংলাদেশ জার্নাল/টিটি

  • সর্বশেষ
  • পঠিত