ঢাকা, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিতে এলন মাস্কের জরিপ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২, ১৯:০৫  
আপডেট :
 ১৯ নভেম্বর ২০২২, ১৯:৫৮

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দিতে এলন মাস্কের জরিপ
টুইটারের মালিক এলন মাস্ক ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করে টুইটার কর্তৃপক্ষ। সেই অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়ার ব্যাপারে একটি জরিপ শুরু করেছেন মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি নতুন মালিক এলন মাস্ক। শুক্রবার শুরু হওয়া জরিপের প্রাথমিক ফলাফল দেখা যায়, ৬০ শতাংশ ব্যবহারকারী ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন।

শুক্রবার মাস্ক নিজের অ্যাকাউন্টে ল্যাটিন শব্দগুচ্ছ ‘ভক্স পপুলি, ভক্স ডেই’ বাক্যটি টুইট করেন যার অর্থ দাঁড়ায়, ‘জনতার কণ্ঠস্বর, ঈশ্বরের কণ্ঠস্বর’। সেই সাথে একটি জরিপ যুক্ত করেন। জরিপের বিষয়, ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়া ঠিক হবে? হ্যাঁ এবং না, দুটি মন্তব্যের অপশন রয়েছে।

গত মে মাসে মাস্ক টুইটারের মালিকানা নেয়ার আগে ঘোষণা করেছিলেন, ট্রাম্পের আইডি ফিরিয়ে দেবেন। তবে এখন স্পষ্টত সংখ্যাগরিষ্ঠ ব্যবহারকারীর মতামত আমলে নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন ।

এর আগে শুক্রবার মাস্ক জানিয়েছিলেন, ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে আনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে এরই মধ্যে স্থগিত হওয়া কিছু বিতর্কিত অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছে টুইটার, যার মধ্যে রয়েছে ব্যঙ্গাত্মক ওয়েবসাইট ব্যাবিলন বি এবং কৌতুক অভিনেতা ক্যাথি গ্রিফিনের অ্যাকাউন্ট রয়েছে।

উল্লেখ্য, গত মাসেই ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার সংস্থাকে কিনে নিয়েছিলেন বিশ্বের শীর্ষ ধনী এবং যুক্তরাষ্ট্রের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক। মালিকানা গ্রহণের পর থেকেই টুইটারে একের পর এক বড় পরিবর্তন আনছেন তিনি। সম্প্রতিই তিনি টুইটারের ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেন। এছাড়া টুইটারের ব্লু টিক বা অ্যাকাউন্ট অথেনটিকেশনের জন্য প্রতি মাসে ৮ ডলার চার্জ ধার্য করেন।

সূত্র: রয়টার্স

বাংলাদেশ জার্নাল/এমআর

  • সর্বশেষ
  • পঠিত