ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে ইন্দোনেশিয়ার পরিস্থিতি!

  অনলাইন ডেস্ক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৪৫

ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে ইন্দোনেশিয়ার পরিস্থিতি!

ইন্দোনেশিয়ায় সুমাত্রা দ্বীপের সিনাবাং পর্বতের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ক্রমশ বাড়ছে৷ আশপাশে বিমান চলাচলের ওপর সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে৷ সম্প্রতি আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাতে সাত কিলোমিটার উচ্চতায় ছাই ছড়িয়ে পড়েছে, যা এ বছরের সর্বোচ্চ।

রাজধানী জাকার্তা থেকে ১ হাজার ৯০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত আগ্নেয়গিরিটির আশপাশে নিয়মিত অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটায় এখানে প্রায়ই সতকর্তা জারি করা হয়।

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের শহর ডারউইনের মেটিওরোলজি ব্যুরোর ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার (ভিএসিসি) সোমবারই একটি মানচিত্র প্রকাশ করে৷ মানচিত্রটিতে দেখা যায়, সিনাবাং থেকে উত্তর, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে ছাই ছড়িয়ে পড়ছে।

ইন্দোনেশিয়ার ভলকানো অবজারভেটরি নোটিস ফর এভিয়েশন (ভোনাকে) লাল সতর্কতা অর্থাৎ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে৷ অবজারভেটরি জানিয়েছে ছাই-মেঘ ২৩ হাজার ৮৭২ ফুট (৭ হাজার ২৭৬ মিটার) উঁচুতে উঠতে পারে।

আরও পড়ুন : এক ঘণ্টা হৃদপিণ্ড বন্ধ থাকার পরও জীবিত যুবক!

মেদানের কুয়ালানামু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সিনাবাং। আচেহ প্রদেশের কুটাকানে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হাওয়া অন্য দিকে বওয়ায়, কুয়ালানামু, মেউলাবোহ ও সিলানগিট বিমানবন্দরগুলিতে এখনও বিমান উড়ান পরিষেবা স্বাভাবিক৷

ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরওয়ো নুগরোহো বলেন, সোমবার সকালে অগ্ন্যুৎপাত শুরু হয়। একই সঙ্গে আশপাশের কয়েকটি গ্রামে বেশ কয়েকটি ভূমিকম্প ও শিলাবৃষ্টি শুরু হয়৷

এক বিবৃতিতে তিনি বলেন, পাঁচটি জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ সেসব জায়গায় দৃশ্যমানতা দাঁড়ায় মাত্র পাঁচ মিটার। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সংস্থাটি সাধারণ মানুষকে আগ্নেয়গিরি থেকে অন্তত সাত কিলোমিটার দূরে থাকার পরামর্শ দিয়েছে৷ এছাড়া বন্যার ব্যাপারেও সতর্কতা জারি করা হয়েছে।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত