ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত: অর্ধশত নিহতের আশঙ্কা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ মার্চ ২০১৮, ১৬:৩২  
আপডেট :
 ১২ মার্চ ২০১৮, ১৭:৩৩

নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত: অর্ধশত নিহতের আশঙ্কা

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির অনলাইন গণমাধ্যম মাইরিপাবলিকাডটকম। এ ঘটনায় হাসপাতালে নেওয়া হয়েছে অন্তত ২৫ জনকে। ত্রিভুবন এয়ারপোর্ট স্থানীয় সময় ২টা ২০ মিনিটে বিএস-২১১ ফ্লাইটটি অবতরণের মুখে বিধ্বস্ত হয়।

ঘটনার পরপরই বিমান বন্দর থেকে একজন প্রত্যক্ষদর্শী সারাবাংলাকে ফ্লাইটটি বিধ্বস্ত হওয়ার খবর টেলিফোনে জানান।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটিতে ৬৭ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে প্রথম দিকেই উদ্ধার করে ১৭ জনকে হাসপাতালে নেওয়া হয়। বাকি ২০ জন নিহত হওয়ার খবর দিচ্ছে বিভিন্ন মাধ্যম।

ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ৫০ জন নিহত হওয়ার খবর দেওয়া হচ্ছে। নেপালের টেলিভিশন চ্যানেল এপি ওয়ান সবশেষ খবরে ২০ জনের মরদেহ উদ্ধারের কথা জানায় ।

ডিপি/

আরও পড়ুন :

কাঠমাণ্ডুতে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত: আহত ১৭

পরিচয় মিলেছে ইউএস-বাংলার দুই যাত্রীর

বিধ্বস্ত বিমান থেকে ২১ জনকে জীবিত উদ্ধার

যেসব তথ্য জানালেন স্টেশন ম্যানেজার

  • সর্বশেষ
  • পঠিত