ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

কাবুলে আইএস-এর হামলা: নিহত ৩১

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০১৮, ১৫:৩৮  
আপডেট :
 ২২ এপ্রিল ২০১৮, ২১:০৪

কাবুলে আইএস-এর হামলা: নিহত ৩১

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রের বাইরে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

রোববার পরিচয়পত্রের জন্য অপেক্ষারতদের মাঝে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণটি ঘটায় বলে জানা গেছে।

এ হামলায় আরো কমপক্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কাবুলের পুলিশ প্রধান মোহাম্মদ দাউদ আমিন।

বেশ কিছুদিন শান্ত থাকার পর কাবুলে এ হামলার ঘটনা ঘটলো। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

কাবুলের পশ্চিমাংশের শিয়া অধ্যুষিত দাশ্ত ই বার্চি এলাকায় বিস্ফোরণটি ঘটানো হয়েছে। এর আগেও আইএস বেশ কয়েকবার এই এলাকাটিতে প্রাণঘাতী হামলা চালিয়েছিল।

টুইটারে দেয়া এক বিবৃতিতে তালেবানের প্রধান মুখপাত্র এই হামলার সঙ্গে তারা জড়িত নয় বলে জানিয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানিয়েছেন, কেন্দ্রটিতে পরিচয়পত্র বিতরণের সময় সেখানে বোমা বিস্ফোরণ ঘটায় এক ব্যক্তি।

শক্তিশালী এই বিস্ফোরণে ঘটনাস্থলের আশপাশে রাখা গাড়ি ধ্বংস হয় এবং নিকটবর্তী ভবনগুলোর জানালা ভেঙে পড়ে।

ঘটনাস্থলে নারী ও শিশুরা ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

অক্টোবরে আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রস্তুতি নিতে পুরো আফগানিস্তানজুড়ে ভোটার রেজিস্ট্রেশন সেন্টার স্থাপন করা হয়েছে। নির্বাচনের প্রস্তুতি চলাকালে হামলা হতে পারে, আগে থেকেই এমন আশঙ্কা করছিলেন সংশ্লিষ্টরা।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত