ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

নিরস্ত্রীকরণেই উত্তর কোরিয়ার মুক্তি: যুক্তরাষ্ট্র

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ জুন ২০১৮, ১৮:০৫

নিরস্ত্রীকরণেই উত্তর কোরিয়ার মুক্তি: যুক্তরাষ্ট্র

নিরস্ত্রীকরণেই কেবল উত্তর কোরিয়ার 'মুক্তি' সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচী থেকে চিরতরে সরে আসার মাধ্যমেই দুই দেশের নেতাদের প্রস্তাবিত বৈঠকের পথ আরও সুগম হবে বলে মনে করেন তিনি।

ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যকার আগামী ১২ জুনের সম্ভাব্য বৈঠকের দিকে দৃষ্টি আকর্ষণ করতেই এমন মন্তব্য করেছেন ম্যাটিস।

ম্যাটিস বলেন, সমঝোতার বন্ধুরতম পথ পাড়ি দিতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে। রোববার দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, উত্তর কোরিয়াকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব রেজুলেশন মানতে বাধ্য করা হবে। পরমাণু নিরস্ত্রীকরণের বিশ্বস্ত এবং অপরিবর্তনশীল প্রমাণ পাওয়া গেলেই কেবল উত্তর কোরিয়াকে নিস্তার দেয়া হবে।

উল্লেখ্য, পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে আগামী ১২ জুন সিঙ্গাপুরে বৈঠকে বসার কথা রয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত