ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

বামপন্থী নেতা লোপেজ মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট

বামপন্থী নেতা লোপেজ মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট

নজিরবিহীন সহিংসতার পর মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন সাবেক বামপন্থি মেয়র আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর। রোববার দেশটির জাতীয় নির্বাচনে ৫৩ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর নির্বাচনে এবার মোট ভোটার ছিলো ৮ কোটি ৮০ লাখ। এর মধ্যে লোপেজ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের তুলনায় দ্বিগুণের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে জানিয়েছে নির্বাচনী কর্মকর্তারা।

এদিকে লোপেজকে প্রেসিডেন্ট ঘোষণার পর পরই একে একে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাকে অভিনন্দন জানান। ফলাফল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লোপেজকে অভিনন্দন জানান এবং একসঙ্গে কাজ করতে আগ্রহী লিখে একটি টুইট করেন।

তবে মেক্সিকোর এবারের নির্বাচনী প্রচার গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তাক্ত অবস্থার মধ্য দিয়ে গেছে। নির্বাচনের তারিখ ঘোষণার পর দেশটির ১৩৩ জন রাজনৈতিকব্যক্তিত্ব নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত