ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

লস অ্যাঞ্জেলেসের চেইনশপে জিম্মি সঙ্কটের অবসান, বন্দুকধারী গ্রেপ্তার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ১২:৪০

লস অ্যাঞ্জেলেসের চেইনশপে জিম্মি সঙ্কটের অবসান, বন্দুকধারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে একটি চেইনশপের ভেতরে প্রায় ২০ জনকে জিম্মি করে অবস্থান নিয়ে থাকা এক বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। খবর সিএনএন’র।

শনিবার ওই দোকানটিতে জিম্মি করে রাখা ব্যক্তিদের মধ্যে সে এক নারীকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নগরীর অপর একটি অংশে সন্দেহভাজন তার দাদী ও অপর এক নারীকে লক্ষ্য করে উপর্যুপরি গুলিবর্র্ষণ করেছে এমন ধারণা থেকে তার পিছু নেয় পুলিশ। গাড়ি নিয়ে পালাতে গিয়ে স্থানীয় ট্রেডার জো চেইনশপের একটি বিক্রয়কেন্দ্রের বাইরে গিয়ে ধাক্কা খায় সে। এখানে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর সে ওই দোকানে প্রবেশ করে।

ওই দোকানে ঢুকে এক নারীকে গুলি করার পর তিনি ঘটনাস্থলেই মারা যান বলে টুইটারে জানিয়েছে পুলিশ।

এরপর ২৮ বছর বয়সী ওই সন্দেহভাজন বন্দুকধারী দোকানটি থেকে বের হয়ে আসলে পুলিশ তাকে ঘিরে ধরে।

মেয়র গারসেটি বলেন, ‘বের হয়ে আসার পর সন্দেহভাজন হ্যান্ডকাফ চায়। এরপর নিজেই নিজের হাতে হাতকড়া পরিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।’

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত