ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

পুজায় কলকাতা পুলিশের ভরসা সারমেয় বাহিনী

  কলকাতা প্রতিনিধি

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৮, ১২:৫৭

পুজায় কলকাতা পুলিশের ভরসা সারমেয় বাহিনী

কলকাতার দুর্গা পূজার নিরাপত্তার ক্ষেত্রে কলকাতা পুলিশের সবথেকে বড়ো ভরসা সারমেয় বাহিনী।

কলকাতা শহরের বহু নামি দামি পূজা মণ্ডপ উদ্বোধনের পর থেকে নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে রোজা, ক্যাসপার-এর মতো কলকাতা পুলিশের ভিভিআইপি সারমেয়রা।

মূলত, দুর্গা পূজার প্যান্ডেলে নাশকতা রুখতে পুজো মণ্ডবের আনাচে কানাচে গন্ধ শুকে দেখছে তারা। পূজা মণ্ডপের আশে পাশে নাশকতার উদ্দেশ্যে বোমা বা বিস্ফোরক জাতীয় কিছু রয়েছে কি না তা খুঁজে বের করার কাজ চালিয়ে যাচ্ছে তারা।

কলকাতা পুলিশ সুত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে মোট ৩০টি বিস্ফোরক বিশেষজ্ঞ কুকুর রয়েছে। মণ্ডপে মণ্ডপে পূজার উদ্বোধন শুরু হতেই তাদের নিয়ে যাওয়া হচ্ছে। কারন, বিস্ফোরক খুঁজে বের করতে তাদের জুড়ি নেই।

সাধারনত, পূজার আগে কাজের চাপ বেড়ে যায় কলকাতা পুলিশের কুকুর বাহিনীর। তাই তাদের শরীর ঠাণ্ডা রাখার প্রয়োজন। যে কারনে তাদের খাবারের মেন্যুতেও পরিবর্তন আনা হয়েছে। দেওয়া হচ্ছে হাল্কা খাবার। ডিউটির মাঝখানে খাওয়ানো হচ্ছে গ্লুকোজের জল ও ঠাণ্ডা ঘোল।

কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুর্গা পূজার চতুর্থী থেকে কলকাতা শহরের বেশ কিছু উল্লেখযোগ্য মণ্ডপে মোতায়েন রয়েছে সারমেয় বাহিনী। বিশেষ করে, কলকাতার বাগবাজার, সন্তোষ মিত্র স্কোয়ার, কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, একডালিয়া, সুরুচি, নাকতলা উদয়ন সংঘের মতো নামি দামি পুজো প্যান্ডেলগুলিতে মোতায়েন রাখা হয়েছে এই সারমেয় বাহিনীকে। প্যান্ডেলের নিরাপত্তার পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তার দায়িত্বেও রয়েছে তারা।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত