ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

গাজায় হামাস কমান্ডারসহ ৭ ফিলিস্তিনি নিহত

গাজায় হামাস কমান্ডারসহ ৭ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি বাহিনীর বন্দুক ও ট্যাঙ্ক হামলায় হামাসের এক স্থানীয় কমান্ডারসহ কমপক্ষে ৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এ ঘটনায় তাদের এক সেনা সদস্য নিহত এবং আরো একজন আহত হয়েছে।

রোববার গাজার খান ইউনুস এলাকায় হামাসের ওপর হামলা চালায় ইসরাইলি সেনারা। এ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কম্যুনিটিগুলোতে সংঘাত ছড়িয়ে পড়ে। জবাবে গাজা থেকে রকেট হামলা চালায় হামাস।

হামাস বলছে, রোববার ইসরায়েলি সেনারা গাজা উপত্যাকার দুই মাইল ভিতরে প্রবেশ করে গাড়ি থেকে গুলি ছুড়তে থাকে। পাশপাশি ইসরায়েলি ট্যাঙ্ক থেকেও শেল নিক্ষেপ করা হয়। ওই হামলায় ৭ ফিলিস্তিনি নিহত হয়। নিহতদের মধ্যে খান ইউনুসের হামাস কমান্ডার শেখ নূর বারাকেহ-ও রয়েছেন।

হামাসের একজন মুখপাত্র হামলার একে ‘কাপুরুষোচিত’ হামলা বলে এর নিন্দা জানিয়েন। তিনি দাবি করেন, এতে ইসরাইলের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহত হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহনীর দাবি, গাজা থেকে মোট ১৭টি রকেট হামলা চালানো হয়েছিলো। এদের তিনটিতে ভূপতিত করে ইসরায়েল। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত