ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ৭

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ৭
চলছে উদ্ধারকাজ

রাশিয়ার উরাল পর্বতমালা সংলগ্ন ম্যাগ্নিতোগোরস্ক শহরের এক বহুতল ভবনে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে ভবনের আরো বহু লোকজন। ধ্বংসস্তুপে এখনও আটকা পরে আছে আরো ৪০ জনের বেশি মানুষ।

সোমবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে রাজধানী মস্কো থেকে ১৭শ কিলোমিটার পূর্বে অবস্থিত ম্যাগ্নিতোগোরস্ক শহরের দশতলা ভবনে ওই বিস্ফোরণ হয়।

তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, লিক হওয়া গ্যাস পাইপ থেকে ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে দশতলা ভবনের ৪৮টি অ্যাপার্টমেন্টই ধ্বংস হয়ে গেছে। সেখানে এখনো উদ্ধারকাজ চলছে।

সোমবার বিকেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ ঘটনায় আহতদের দেখতে হাসপাতালেও যান। পরে এ নিয়ে তিনি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেছেন।

বৈঠকে জরুরি বিষয়ক মন্ত্রী ইয়েবজেনি জিনিচেভ পুতিনেকে জানিয়েছেন, ধ্বংসাবশেষের নিচে এখনও ৩৬ থেকে ৪০ জন আটকা পড়ে আছে।

সূত্র: রয়টার্স

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত