ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

শুধু চা পান করেই ৩৩ বছর পার!

  অনলাইন ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৯, ১৫:৩০

শুধু চা পান করেই ৩৩ বছর পার!

অন্য কোনো খাবার নয়; শুধু চা পান করেই তিনি ৩৩ বছর কাটিয়ে দিয়েছেন। সুস্থ-সুন্দর শরীরেই দিব্যি আছেন তিনি। কোনো রোগ-বালাইও নেই।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ছত্তিশগড়ের কোরিয়া জেলার বারাদিয়া গ্রামের বাসিন্দা পিল্লি দেবী ১১ বছর বয়সে অন্য সব খাবার ত্যাগ করেন। এরপর থেকে শুধু চা পান করে দিন কাটাচ্ছেন। গ্রামের মানুষ ৪৪ বছর বয়সের মহিলাকে ‘চায়ওয়ালি চাচি’ নামেই ডাকেন।

পিল্লি দেবীর বাবা রতি রাম জানিয়েছেন, তার মেয়ে ক্লাস সিক্সে পড়াকালে খাওয়া-দাওয়া ছেড়ে দেন। পিল্লি দেবী সেই সময়ে জেলাস্তরের এক টুর্নামেন্টে অংশ নিতে জনকপুর গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পরেই তিনি হঠাৎ খাবার এমনকি পানিও ত্যাগ করেন।

তবে রতি রাম এটাও জানিয়েছেন, পিল্লি দেবী চায়ের সঙ্গে বিস্কুট ও পাউরুটি খেতেন। গোড়ায় তিনি দুধ চা খেতেন। পরে তিনি লিকার চা খেতে শুরু করেন। দিনের শেষে সন্ধ্যায় তিনি এক বার মাত্র চা খান পান করেন এখন।

পিল্লি দেবীর আত্মীয়-স্বজন প্রথমে ভেবেছিলেন, তিনি অসুস্থ। তারা তাকে চিকিৎসকের কাছেও নিয়ে যান। তার ভাই জানিয়েছেন, চিকিৎসকরা তার মধ্যে কোনো অসুস্থতা খুঁজে পাননি।

কোরিয়ার জেলা হাসপাতালের চিকিৎসক এস কে গুপ্তা জানিয়েছেন, কোনো মানুষের পক্ষেই শুধু চা পান করে বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু বারাদিয়া গ্রামের বাসিন্দারা তা মানতে রাজি নন। গ্রামবাসীদের একাংশের বক্তব্য— পিল্লি দেবী সচরাচর বাড়ি থেকে বের হন না। শিবপূজা করেই তিনি সারা দিন কাটান। অনেকে মনে করছেন, তাঁর এই বেঁচে থাকা অলৌকিক।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত