ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বার্মিজ পত্রিকা মিজিমার খবর

রাখাইনে সহিংসতায় দায়ী পাকিস্তান ও আইএসআই

রাখাইনে সহিংসতায় দায়ী পাকিস্তান ও আইএসআই

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অস্থিরতার জন্য মুসলিম দেশ পাকিস্তান ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইনটেলিজেন্স (আইএসআই)। বাংলাদেশ ও ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের দৈনিক মিজিম।

খবরে বলা হয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভানেশন আর্মির সামরিক প্রধান হাফিজ তোহারের তিনটি দীর্ঘ তিনটি কল রেকর্ড রয়েছে গোয়েন্দাদের হাতে। ২৩ ও ২৪ আগস্ট দীর্ঘ সময়ব্যাপী এসব ফোন কলে মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর হামলার বিষয়ে কথা বলা হয়েছে। উল্লেখ্য গত ২৫ আগস্ট ২০টির বেশি তল্লাশী চৌকিতে হামলা চালানো হয়। তারই সূত্র ধরে রাখাইনে অভিযান শুরু করে সেনাবাহিনী।

মিজিমার প্রতিবেদনে বলা হয়েছে, হাফিজ প্রশিক্ষণ নিয়েছেন পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা (এলইটি) ও আকা মুল মুজাহেদীন এর কাছ থেকে।

বাংলাদেশের গোয়েন্দাদের সূত্র দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ২৩ আগস্ট রাতে আইএসআই এর এক কর্মকর্তার সাথে কথা বলেন হাফিজ। আইএসআই-এর কর্মকর্তা আশফাকের সঙ্গে ৩৪ মিনিট ব্যাপী ওই ফোন কলে হাফিজ তোহার জানান তারা হামলা চালানোর জন্য প্রস্তুত।

সাংকেতিক ভাষায় ব্যবহার করা হয় এসব ফোন কলে। পরে বাংলাদেশি গোয়েন্দা কর্মকর্তারা ভারতীয় গোয়েন্দাদের বিষয়টি জানায়।

আইএসআই কর্মকর্তা আশফাক ফোনে হাফিজ তোহারকে বলেন, 'কালা আদমি রিপোর্টে দিতেহি হামলা হো'। তোহার উত্তর দিয়েছিলেন, 'জ্বি জনাব। জো হুকুম। পার ২৪ রাত সে পেহলে নাহি হোগা। '

'কালা আদমি' বা 'কালো মানুষ' বলতে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকেই বোঝানো হয়েছে। অর্থাৎ পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইনটেলিজেন্স (আইএসআই) কর্মকর্তা আশফাক রোহিঙ্গা ইস্যুতে কফি আনানের রিপোর্ট প্রকাশ হওয়ার পরপরই হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন।

দ্বিতীয় কলটি এসেছিল ২৪ আগস্ট বাংলাদেশ সময় দুপুর ২টা ১৩ মিনিটে। ২৮ মিনিটের ওই ফোন কলে হাফিজ তোহারকে আশফাক বলেন, 'কালা আদমি (কফি আনান) রিপোর্ট পাবলিক (প্রকাশ) করতে যাচ্ছে। ' হাফিজ তোহার বলেন, 'আর কয়েক মিনিট বাকি।' আশফাক যতদ্রুত সম্ভব হামলা চালানোর অনুরোধ করেন। হাফিজ তোহার বলেন, 'নির্দেশনা দেয়ার পর 'রানারদের' (বার্তাবাহক) সব আরসা (আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি) স্কোয়াডে পাঠানো হয়েছে। মধ্যরাতে হামলা চালানো হবে। ' আশফাক উত্তেজিত হয়ে বলেন, 'দের কিউ কর রাহা হো ?'(দেরি কেনো করছো?)। হাফিজ তোহার উত্তর দেন, 'মেসেজ পৌঁছানেমে টাইম লাগতা হ্যায় স্যার। ' (বার্তা পাঠাতো সময় লাগে)।

বিকেল ৬.০২ মিনিটে ইরাক থেকে তৃতীয় কলটি কল আসে। কল করা ব্যক্তি নিজেকে 'আল আদমি অব দায়েশ' (আইএসের কর্মীরা দায়েশ নামে পরিচিত) বলে তোহারকে পরিচয় দেয়। ১৪ মিনিটের ওই কলটিতে বলা হয়, 'আইএস জানে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা) বার্মার উপনিবেশবাদী, বৌদ্ধ ও হিন্দুদের বিরুদ্ধে ভালোভাবেই জিহাদ করবে। '

  • সর্বশেষ
  • পঠিত