ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

জঙ্গি হামলার পর কঠোর অবস্থানে যাচ্ছে ভারত

  কলকাতা প্রতিনিধি

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৬

জঙ্গি হামলার পর কঠোর অবস্থানে যাচ্ছে ভারত

ভারতের জম্মু-কাশ্মীরে সিআরপিএফের বাসে আত্মঘাতী বিস্ফোরণে লাফিয়ে বাড়ছে মৃত জওয়ানের সংখ্যা। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৪।

নজিরবিহীন এই জঙ্গি হামলার প্রেক্ষিতে গর্জে উঠেছে গোটা ভারত। আর সন্ত্রাসবাদকে বরদাস্ত নয়, এই শ্লোগানেই সরব হয়েছে দেশবাসী।

বৃহস্পতিবারই ভারতের একাধিক রাজ্যে শহীদ জওয়ানদের উদ্দেশ্যে মোমবাতি মিছিল করেন হাজার হাজার মানুষ। এমনকি কাশ্মীরের বাসিন্দারাও গর্জে উঠেছেন। প্রতিবাদে পথে নেমেছেন তারাও। উপত্যকার বিভিন্ন এলাকায় মোমবাতি মিছিল করেন ক্ষুব্ধ জনতা।

এছাড়াও মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশেও সন্ত্রাস বিরোধী শ্লোগানে মুখরিত হয় লাখো জনতা। মোমবাতি হাতে পথে নামেন পশ্চিমবঙ্গের বাসিন্দারাও। এই ঘটনায় পাকিস্তানের দিকে আঙ্গুল তুলে ফের সার্জিক্যাল স্ট্রাইকেরও দাবি উঠতে শুরু করেছে।

অন্যদিকে, বৃহস্পতিবার পুলওয়ামার ঘটনার পর থেকে জম্মু-কাশ্মীর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। রাজ্যের মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

জম্মু হাইকোর্টের পাশাপাশি উপত্যকার অন্যান্য আদালতের কাজকর্মও বন্ধ রাখা হয়েছে। কাশ্মীরে আজ বনধ ডেকেছে বিশ্ব হিন্দু পরিষদ।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত