ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ভারত হামলা করলে জবাব দেব: ইমরান খান

ভারত হামলা করলে জবাব দেব: ইমরান খান

কাশ্মীরে পুলওয়ামা হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান।

হামলায় দায় অস্বীকার করে মঙ্গলবার ইমরান খান বলেন, কোনো প্রমাণ ছাড়াই এসব অভিযোগ করছে ভারত।

এ সময় তিনি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দেন। অন্যথায় ভারত হামলার পথে এগুলো পাকিস্তানও যে চুপ করে বসে থাকেব না এ কথাও স্পষ্ট জানিয়ে দেন তিনি।

ইমরান খান বলেন,‘ তোমরা (ভারত) কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তান সরকারকে দোষারোপ করছো। তোমাদের কাছে যদি এই অভিযোগের কোনো প্রমাণ থাকে তাহলে আমরা এ বিষয়ে ব্যবস্থধা নেব।’

পুলওয়ামা হামলার দীর্ঘ ৫ দিন পর এই প্রতিক্রিয়া জানালেন ইমরান খান। ওই হামলায় ৪৪ ভারতীয় সেনা নিহত এবং আরো ৪১ জন আহত হয়। এই হামলার পিছনে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়স-ই মোহাম্মদের হাত রয়েছে বলে দাবি করেছে ভারত। এর বদলা নিতে পাকিস্তানে পাল্টা হামলার দাবি করেছেন ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সামরিক নেতারা।

এর প্রেক্ষিতে ইমরান বলেন, ‘আমাদের দেশ থেকে কোনো রকম সহিংসতা যাতে ছড়িয়ে না পড়তে পরে আমরা সেদিকে গুরুত্ব দিচ্ছি। আমি ভারত সরকারকে বলতে চাই, তোমাদের কাছে পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রমাণ থাকলে বলো, আমরা ব্যবস্থা নেব।’

‘ভারতে হামলা করে আমাদের কি লাভ? আর পাকিস্তান কেন এ রকম কাজ করবে যখন সে নিজের স্থিতিশীলতা রক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরা এখন নতুন পাকিস্তান গড়ে তোলার চেষ্টা করছি।’ বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ইমরান খান আরো বলেন, ‘তারপরও ভারত যদি প্রমাণ দিতে পারে এ হামলায় পাকিস্তান জড়িত, তাহলে আমি নিশ্চয়তা দিচ্ছি সবরকম ব্যবস্থা নেব।’

এরপরই তিনি ভারতের পাকিস্তানে হামলা করার হুমকির প্রসঙ্গটি টেনে এনে বলেন, ‘তোমরা (ভারত) যদি মনে কর আমাদের হামলা করবে আর আমরা চুপ করে বসে থাকবো তাহলে ভুল ভেবেছ। আক্রান্ত হলে আমরাও পাল্টা হামলা চালাব। কিন্তু আমরা জানি যুদ্ধ শুরু করাটা মানুষের হাতে, কিন্তু এর শেষ কবে হবে তা কেবল আল্লাহই বলতে পারে। তাই এই ইস্যুটি সংলাপের মাধ্যমেই সমাধান করা উচিত।’

এর আগে পাক প্রধানমন্ত্রী ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমাতে জাতিসংঘ সাধারণ পরিষদের হস্তক্ষেপ চেয়েছিলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত