ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

কাশ্মীরিদের ওপর হামলা বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

কাশ্মীরিদের ওপর হামলা বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী কাশ্মীরিদের ওপর হামলা বন্ধে কেন্দ্র ও দশ রাজ্যকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সে দেশের শীর্ষ আদালত। হামলার পাশাপাশি কাশ্মীরিরা যাতে সামাজিক বয়কট বা হেনস্থার শিকার না হন, সে দিকেও নজর দিতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি যে দশটি রাজ্যকে এই নির্দেশ দেয়া হয়েছে, তারা হল জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, মেঘালয়, ছত্তীসগঢ়, পশ্চিমবঙ্গ, পঞ্জাব এবং মহারাষ্ট্র।

তারিক আদিব নামের এক আইনজীবীর করা মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

তারিক আদিব তার মামলায় মেঘালয়ের রাজ্যপালের বিতর্কিত মন্তব্য উল্লেখ করে জরুরি ভিত্তিতে শুনানি দাবি করেছিলেন।

মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় টুইট করে কাশ্মীরিদের বয়কট করার দাবি করেছিলেন।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নেতৃত্বাধীন একটি বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানেই কাশ্মীরিদের নিরাপত্তা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কিছু নোডাল অফিসারকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি এই নোডাল অফিসারদের নাম ও ফোন নম্বর বিজ্ঞাপনের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথাও বলা হয়েছে, যাতে প্রয়োজন পড়লেই কাশ্মীরিরা তাদের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তা চাইতে পারেন।

সুপ্রিম কোর্টেএই বেঞ্চের অন্যতম বিচারপতি সঞ্জীব খন্না জানিয়েছেন, ‘কাশ্মীরি এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর কোনও হামলার ঘটনার খবর পেলেই মুখ্যসচিব, ডিজিপি এবং দিল্লির পুলিশ কমিশনারকে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে।’

সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। তিনি টুইট করেছেন, ‘সুপ্রিম কোর্ট সেটাই করে দেখাল যা আসলে করা উচিত ছিল কেন্দ্রের। এই নির্দেশ দেওয়ার জন্য আমি সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ।’

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় পাক মদতপুষ্ট জইশ জঙ্গিদের হাতে ৪০ ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর পর থেকেই ভারতের বিভিন্ন স্থানে নানা রকম হামলার শিকার হচ্ছেন কাশ্মীরি জনগণ।

সূত্র: আনন্দবাজার

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত