ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

তৃণমূল থেকে ‘কংগ্রেস’ বাদ

তৃণমূল থেকে ‘কংগ্রেস’ বাদ

দীর্ঘ দুই দশক পর নাম পাল্টালো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এখন থেকে ‘তৃণমূল কংগ্রেস’শুধুই তৃণমূল। নামের সঙ্গে জুড়ে থাকা কংগ্রেস শব্দটি ছেঁটে ফেলেছে তৃণমূল। এখন থেকে দলের ব্যানার-পোস্টার সব জায়গাতেই শুধু তৃণমূল।

কিন্তু নির্বাচন কমিশনে এখনও নিজেদের পুরনো নাম (সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস)-ই রাখছে জোড়া ফুল শিবির।

নব্বই দশকের শেষে কংগ্রেস থেকে বেরিয়ে এসে আলাদা দল গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় লোকসভা নির্বাচন দিয়েই যাত্রা শুরু হয়েছিলো দলের। তারপর একে একে অন্য নির্বাচনেও লড়তে থাকে তৃণমূল। ২০১১ সালে পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই দীর্ঘ সময় ধরে নিজেদের নামের সঙ্গে কংগ্রেস শব্দটি ব্যবহার করে এসেছে তৃণমূল। এবার আর তা হবে না। এখন থেকে শুধুই তৃণমূল।

নামের সঙ্গে সঙ্গে দলের লোগোতেও বদল এসেছে। নতুন লোগোটিতে সবুজের পাশাপাশি নীল রঙ থাকছে। তৃণমূল কথাটি লেখা হয়েছে সবুজ রঙ দিয়ে। গত এক সপ্তাহের কিছু বেশি সময় ধরে নতুন লোগোর ব্যবহার হয়ে আসছে।

দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও এই বদল চোখে পড়বে। দলের শীর্ষ নেতারাও নিজেদের অ্যাকাউন্টে নতুন লোগোকে স্থান দিতে শুরু করেছেন।

সূত্র: এনডিটিভি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত