ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে বিজেপি

সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে বিজেপি

প্রথম দফা ভোট গণনার পর দেখা যাচ্ছে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে মোদির দল বিজেপি। কেবল তাই নয়, মমতার রাজ্য পশ্চিমবঙ্গে এখনও ১৪ আসেন এগিয়ে বিজেপি। অথচ ২০১৪ সালে লোকসভা নির্বাচনে এই রাজ্যে মাত্র দুটি আসন পেয়েছিলো বিজেপি।

বিবিসি বলছে, সর্বশেষ ভোট গণনায় দেখা যাচ্ছে বিজেপি ২৭৫টি আসন পেয়েছে। অন্যদিকে কংগ্রেস পেয়েছেমাত্র ৭৭টি আসন। এছাড়া ৭৫টি আসন পেয়েছে অন্যান্য দলগুলো। ফলে ভারতে যে নরেন্দ্র মোদিই ফের প্রধানমন্ত্রী হতে চলেছেন তা নিশ্চিত।

বিশ্বের বৃহত্তম নির্বাচনের দেশ ভারতে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে ১৯শে মে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ফল গণনা।

একটানা দ্বিতীয়বার সরকার গঠনের রেকর্ড গত ৩০ বছরের মধ্যে কেবল ডঃ মনমোহন সিংয়ের রয়েছে। সুতরাং নরেন্দ্র মোদির ক্ষমতায় ফিরে আসা কোনও নতুন রেকর্ড সৃষ্টি করবে না। বরং তার নেতৃত্বে বিজেপি আবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লোকসভা ভোটে জয়ী হয়ে ফিরে আসছে কি না, আপাতত সেটাই কৌতূহলের শীর্ষে।

  • সর্বশেষ
  • পঠিত