ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

পশ্চিমবঙ্গে জয় পাচ্ছেন মিমি-নুসরাত

পশ্চিমবঙ্গে জয় পাচ্ছেন মিমি-নুসরাত

নির্বাচনের আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছিলেন, এবার আর একটি আসনও বিরোধীদের ঝুলিতে যাবে না। ৪২টি আসনই যাবে তৃণমূলের থলিতে। বিরোধীশূন্য হবে পশ্চিমবঙ্গ। কিন্তু বাস্তব কিন্তু অন্য কথাই বলছে। সর্বশেষ ভোট গণনায় দেখা যাচ্ছে, এই রাজ্যে ১৪টি আসন পেয়েছে মোদির দল বিজেপি। আর মমতার দল তৃণমূল পেয়েছে ২৭ আসন। ২০১৪ সালের নির্বাচনে এই রাজ্যে মাত্র দুটি আসন পেয়েছিলো বিজেপি।

এবারের নির্বাচনে হারতে চলেছেন মুনমুন সেনের মত হেভিওয়েট প্রার্থীও। তবে মুখ্যমন্ত্রী মমতার মান রেখেছেন তারকা প্রার্থী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুজনেই এগিয়ে আছেন।

মিমি চক্রবর্তী পশ্চিমবঙ্গের যাদবপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে নুসরাত জাহান করেন বসিরহাট কেন্দ্র থেকে।

তবে বিজেপি এই রাজ্যে বেশি আসন পেলেও সরকার গঠন করবে মমতার দল তৃণমূলই। কেননা তারাই সেখানে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। বিরোধী দল কংগ্রেস পেয়েছে মাত্র একুটি আসন। অন্যদিকে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা বাম দল এখন পর্যন্ত কোনো আসন পায়নি।

সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ
  • পঠিত