ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

কায়রোতে গাড়ি বিস্ফোরণে নিহত ১৭

কায়রোতে গাড়ি বিস্ফোরণে নিহত ১৭

মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের সামনে একটি গাড়ি বিস্ফারণের ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত এবং আরো ৩২ জন আহত হয়েছেন। সোমবার সকালে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কায়রোর ব্যস্ত সড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করে একটি গাড়ি এগিয়ে আসছিলো। এসময় অন্য তিনটি গাড়ির সঙ্গে এর সংঘর্ষ হলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনার তদন্ত শুরু করেছেন মিশরের পাবলিক প্রসিকিউটর। তবে এটা কি সন্ত্রাসী হামলা নাকি কোনো দুর্ঘটনা, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, বিস্ফোরণের ফলে ইনস্টিটিউটের অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এটি খালি করে ফেলা হয়েছে। এখানে চিকিৎসারত রোগীদের আল-মুনিরা হাসপাতালে স্থানান্তর করেছে।

এই জাতীয় ক্যানসার ইনস্টিটিউটটি কায়রোর এল ম্যানিয়াল জেলায় অবস্থিত যেখান থেকে নীল নদ দৃষ্টিগোচর হয়। আর এ এলাকাটিতে সারাক্ষণ যানজট লেগেই থাকে।

সূত্র: রয়টার্স

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত