ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

২০০০ কিমি দূরের শত্রুকে ধ্বংস করবে রাশিয়ার মিসাইল

২০০০ কিমি দূরের শত্রুকে ধ্বংস করবে রাশিয়ার মিসাইল

পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে রাশিয়া। এ ক্ষেপণাস্ত্র ২০০০ কিমি দূরের শত্রুকে ধ্বংস করতে সক্ষম।

কৃষ্ণ সাগরে রুশ নৌবাহিনীর একটি জাহাজ থেকে ২০০০ কিলোমিটার পাল্লার অত্যাধুনিক এই ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। আর তা সফল হওয়ার পরেই রুশ প্রতিরক্ষাদফতরের তরফে মিসাইল পরীক্ষার একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে।

এই মুহূর্তে কৃষ্ণ সাগরে বিশাল একটি সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া। যেখানে রাশিয়ান এয়ারফোর্স, সেনাবাহিনী এবং নেভি অংশ নিয়েছে। আর সেই মহড়া চলাকালীনই অত্যাধুনিক এই মিসাইলের পরীক্ষা করল মস্কো।

কল্পনা করে নেওয়া শত্রুর একটি বড় ধরণের জাহাজ লক্ষ্য করে এই মিসাইল ছোঁড়া হয়। ৪০ নটিক্যাল বা ৭৪ কিলোমিটার দূরবর্তী লক্ষে এটি সফল ভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত