ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

ট্রাম্পের চিঠি ‘ডাস্টবিনে ফেলে দিলেন’ এরদোয়ান

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৯, ১৮:৪৭

ট্রাম্পের চিঠি ‘ডাস্টবিনে ফেলে দিলেন’ এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেখা একটি চিঠি ‘ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছিলেন’ বলে বিবিসি জানতে পেরেছে।

গত ৯ই অক্টোবর এই চিঠিটি লেখা হয় এবং সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর এটা ওয়াশিংটন থেকে আংকারায় পাঠানো হয়।

এতে এরদোয়ানকে লক্ষ্য করে ট্রাম্প মন্তব্য করেন, কঠিন হবেন না। বোকামি করবেন না।

বিবিসির সূত্রগুলো জানাচ্ছে, এরদোয়ান ঐ চিঠিকে পুরোপুরিভাবে খারিজ করে দিয়েছেন। এই চিঠি যে দিন তুরস্কের হাতে পৌঁছায় সেই দিনই তুর্কী সামরিক বাহিনী সীমান্ত অতিক্রম করে উত্তর সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। উত্তর সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর ট্রাম্পের বিরুদ্ধে কড়া সমালোচনা হয়েছে। অনেকেই বলছেন, এই প্রত্যাহারের মধ্য দিয়ে তুরস্কের সেনা অভিযানের প্রতি একটা ‘সবুজ সঙ্কেত’ দেয়া হয়েছে।

কিন্তু ট্রাম্পের সমালোচনার একটা বড় অংশ এসেছে তার নিজের দলের কাছ থেকে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত