ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

ভারতের সমুদ্রসীমায় ঢুকছে চীনা রণতরী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৯, ১৭:৪১

ভারতের সমুদ্রসীমায় ঢুকছে চীনা রণতরী

চীনের একটি বিমানবাহী রণতরী ভারতের সমুদ্রসীমায় প্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহরের কমান্ডার জন আকুইলিনো। মার্কিন ওই কমান্ডার ভারত মহাসাগরীয় অঞ্চল পর্যবেক্ষণের দায়িত্বে আছেন।

বুধবার এক সাক্ষাৎকারে মার্কিন নৌবাহিনীর কমান্ডার জন আকুইলিনো বলেন, আমি আশঙ্কা করছি চীন খুব শিগগিরই বিমানবাহী রণতরী মোতায়েন করবে। আর কীভাবে ভারতের সমুদ্র সীমায় ঢুকা যায় সেটা নিয়ে তারা ইতোমধ্যেই পরিকল্পনা সাজানো শুরু করেছে।

চীন সম্প্রতি ৫২ডি ডেস্ট্রয়ার এবং ৫৪ ফ্রিগেট ভয়ঙ্কর যুদ্ধজাহাজ তৈরি করেছে। এসব যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সরঞ্জাম দিয়ে পূর্ণ। যার অনেকগুলো পাকিস্তানের সশস্ত্র বাহিনীসহ ওই অঞ্চলজুড়ে প্রসারিত করা হচ্ছে।

এ বিষয়টির দিকে ইঙ্গিত করে অ্যাডমিরাল আকুইলিনো বলেন, চীনের ক্রমাগত এসব সামরিকায়নের প্রকিয়া শান্তি ও স্বাধীনতাকামী দেশের জন্য একটি বড় হুমকি হয়ে দেখা দিয়েছে। কিন্তু চীন বিশ্ব শান্তি নিয়ে মোটেই ভাবছে না। বরং তারা সামরিকায়ন করেই যাচ্ছে।

জন আকুইলিনো বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সামরিক সম্পর্ক আরও দৃঢ় করতে নয়াদিল্লি সফর করছেন।

  • সর্বশেষ
  • পঠিত