ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

ইরানি কনস্যুলেটে ইরাকি বিক্ষোভকারীদের হামলা

ইরানি কনস্যুলেটে ইরাকি বিক্ষোভকারীদের হামলা

ইরাকের কারবালা শহরে অবস্থিত ইরানি কনস্যুলেটে রোববার রাতে হামলা চালিয়েছে একদল বিক্ষোভকারী। তবে হামলায় কনস্যুলেটের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানান, একদল বিক্ষোভকারী রোববার রাতে কারাবালায় ইরানি কনস্যুলেটে চড়াও হয়। তারা ভবনের অভ্যন্তরে প্রবেশ করে ইরানি পতাকা নামিয়ে আনে। এরপর সেখানে ইরাকের পতাকা উত্তোলন করে। বিক্ষোভকারীদের ছক্রভঙ্গ করতে এসময় ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। জবাবে পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। এসময় তাদের ইরানি কনস্যুলেটের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতেও দেখা যায়।

ইরাকের নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার পর কনস্যুলেটের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে এই কূটনৈতিক মিশনের চারপাশে চার ব্যাটেলিয়ন সেনা মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, ইরাকের অর্থনৈতিক দুর্দশা, কর্মসংস্থানের অভাব এবং প্রশাসনে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে সরকার-বিরোধী বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো আরো হাজার হাজার মানুষ।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত