ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

ইভো মোরালেসকে আশ্রয় দিচ্ছে মেক্সিকো

ইভো মোরালেসকে আশ্রয় দিচ্ছে মেক্সিকো

বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালসকে আশ্রয় দেয়ার প্রস্তাব দিয়েছে মেক্সিকো সরকার। রোববার মেক্সিকোর তরফ থেকে এই প্রস্তাব দেয়া হয়। এর আগে বলিভিয়ার ২০ সরকারি কর্মকর্তা এবং আইনপ্রণেতা মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় চেয়েছে বলে জানা যায়।

বলিভিয়ার লা পাজ শহরে অবস্থিত মেক্সিকো দূতাবাস থেকে তারা মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরেই বলিভিয়ার প্রেসিডেন্টকে আশ্রয় দেয়ার প্রস্তাব দেয়া হয়।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড এক টুইট বার্তায় বলেন, ‘রাজনৈতিক আশ্রয়ের ঐতিহ্য ধরে রেখে বলিভিয়ার ২০ সরকারি কর্মকর্তা ও আইনপ্রণেতার আশ্রয়ের অনুরোধ গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে আমরা প্রেসিডেন্ট ইভো মোরালসকেও রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব দিচ্ছি।’

শুধু ব্রাজিল নয়, মোরালেসকে আশ্রয় দিতে চেয়ে বিবৃতি দিয়েছেন দক্ষিণ আমেরিকায় মোরালেসের বামপন্থি বন্ধু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ-ও।

রোববার ভেনেজুয়েলার সরকারি টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে মাদুরো বলেছেন, ‘আমরা আমাদের ভাই ইভো মোরালেসকে অবশ্যই দেখে রাখবো। তার নিরাপত্তার জন্য আমাদের সতর্কতাপূর্ণ সংহতি ঘোষণা করতে হবে।’

মোরালসের দীর্ঘদিনের ও অন্যতম সহযোগী কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-কানেল তার প্রতি সংহতি প্রকাশ করে বলেছেন: ‘বিশ্বকে অবশ্যই ইভোর জীবন ও স্বাধীনতার নিশ্চয়তা দিতে হবে।’

তার প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীও।

গত তিন সপ্তাহ ধরে একটানা বিক্ষোভের মুখে রোববার পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট ইভো মোরালেস। টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’

বলিভিয়ার ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্সিয়া লিনেরা এবং সিনেট প্রেসিডেন্ট আদ্রিয়ানা সালভাতিয়েরা এরই মধ্যে পদত্যাগ করেছেন।

প্রেসিডেন্টের এই ঘোষণার পর বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে এবং আনন্দ মিছিল করতে থাকে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত