ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

শিক্ষার্থীদের এক কেজি দুধে আধা মণ পানি! (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৯, ১৫:১৩

শিক্ষার্থীদের এক কেজি দুধে আধা মণ পানি!

এক কেজি দুধে কতটুকু পানি মেশানো যায়। আর কতটুকু পানি মেশালে সেটি ৮১ জনকে খাওয়ানো যেতে পারে। এমনই একটি কাণ্ড ঘটেছে একটি স্কুলে।

সম্প্রতি এক কেজি দুধে প্রায় ১৯ কেজি পানি মিশিয়ে ৮১ জন ছাত্র-ছাত্রীকে খাওয়ানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভারতের উত্তরপ্রদেশের সনভদ্র জেলার একটি স্থানীয় স্কুলে এমন ঘটনা ঘটেছে। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ভিডিওতে দেখা গেছে, সরকারি মিড-ডে মিল কর্মসূচির অংশ হিসেবে এক কেজি গুঁড়ো দুধের একটি প্যাকেট একটি পাতিলের পানিতে মেশানো হচ্ছে। গরম করার পর একজন নারী পাচক পরে ওই দুধ গ্লাস (এক পোয়া) হাতে অপেক্ষমাণ স্কুলের ৮১ জন শিক্ষার্থীকে একে একে পরিবেশন করছেন।

খবরে বলা হয়, সনভদ্রার চোপানের ওই স্কুলের মোট শিক্ষার্থী ১৭১ জন। বুধবার যখন মিড-ডে মিলের দুধ পরিবেশন করা হচ্ছিল, তখন ৮১ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। একজন পঞ্চায়েত সদস্য এই দৃশ্যের ভিডিও ধারণ করেন।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মুকেশ কুমার বলেছেন, ভিডিওটি নজরে আসার পর ওই দিনই স্কুলটিতে আরও দুধ সরবরাহ করা হয়েছে। তবে সঠিক পরিমাণ দুধ থাকা সত্ত্বেও কেন শিশু শিক্ষার্থীদের পর্যাপ্ত দুধ সরবরাহ করা হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত