ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

মাদক পাচারকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ১৯

মাদক পাচারকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ১৯

মাদক পাচারকারীদের সঙ্গে পুলিশের রক্তক্ষয়ী সংঘাতকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল মেক্সিকো-মার্কিন সীমান্ত লাগোয়া ভিলা ইউনিয়নে। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই সংঘাতে চার পুলিশসহ ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

শনিবার দুপুরে মেক্সিকো-মার্কিন সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত কোয়াউইলা প্রদেশের ভিলা উইনিয়ন শহরে মাদক পাচারচক্রের বিরাট একটি সশস্ত্র দল ১৪টি ট্রাকে চড়ে ঢুকে পড়ে। দল বেঁধে শহরের সরকারি দপ্তরগুলিকে লক্ষ্য করে এক নাগাড়ে গুলি ছুড়তে শুরু করে। হামলার জবাব দিতে পুলিশও পাল্টা গুলি চালাতে শুরু করে। এক ঘণ্টারও বেশি সময় ধরে দু’পক্ষের লড়াই চলে। দু’পক্ষের এই লড়াইয়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়। এদের মধ্যে চার পুলিশ সদস্য , দু’জন বেসামরিক নাগরিক এবং ১৫ জন মাদক পাচারকারী নিহত হয়েছে।

কোয়াউইলার গভর্নর জানিয়েছেন, লড়াই থেমে যাওয়ার পর ঘটনাস্থল তেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। চিহ্নিত করা হয়েছে হামলার জন্য ব্যবহৃত ১৪টি ট্রাক।

এদিকে এই হামলার পর থেকে ওই সরকারি দপ্তরে সেই সময় উপস্থিত থাকা বেশ কয়েক জনের হদিস মিলছে না। এর মধ্যে একটি শিশুও রয়েছে।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই হামলার পেছনে মেক্সিকোর উত্তর-পূর্বের কোনও মাদক পাচার চক্রের সদস্যরা জড়িত রয়েছে

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত