ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

হেলমেট পরলেই মিলবে পেঁয়াজ

হেলমেট পরলেই মিলবে পেঁয়াজ

ভারতে জুড়ে বেড়ে চলেছে পেঁয়াজের দাম। এক্ষেত্রে সবচেয়ে এড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যটি। এখানকার রাজধানী কলকাতার বিভিন্ন বাজারে পেঁয়াজ ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। এ অবস্থায় এক অভিনব ঘোষণা দিয়েছে স্থানীয় এক সমিতি।

সংবাদ মাধ্যম কলকাতা টুয়েন্টি ফোর জানাচ্ছে, মোটবাইক চালকেরা হেলমেট পড়ে বাইক চালালেই পুরস্কার হিসাবে মুফতে পাবেন এক কেজি পিঁয়াজ। সড়ক চলাচলে সচেতনতা আনতে এই অভিনব পুস্কার চালু করেছে রাজ্যের পাল্লারোড এলাকার পল্লীমঙ্গল সমিতি।

জানা যায়, রোববার সকাল থেকেই পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি রাস্তায় দাঁড়িয়ে সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি হিসাবে বাইক চালকদের হেলমেট পরে বাইক চালানোর জন্য সচেতন করছে। যারা হেলমেট পরে বাইক চালাচ্ছেন না, তাদের জীবনের সুরক্ষার জন্য হেলমেট পরার কথা বলেছে এই সমিতি। পাশাপাশি যারা হেলমেট পরে বাইক চালাচ্ছেন, উপহার হিসেবে তাদের দেওয়া হয় পেঁয়াজ।

অগ্নিমূল্যের বাজারে উপহার হিসাবে ১ কেজি পেঁয়াজ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি বাইক চালকরা।

একই সঙ্গে ট্রাফিক সচেতনতায় ক্লাবের বার্তা, পেঁয়াজ পাওয়ার জন্য হেলমেট নয়, নিজের সুরক্ষার জন্য হেলমেট পরুন।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত