ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

মানানসই ব্লাউজের জন্য কিছু টিপস

  লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১৯, ১৮:০৫  
আপডেট :
 ২১ ডিসেম্বর ২০১৯, ১৮:০৭

মানানসই ব্লাউজের জন্য কিছু টিপস
ফাইল ছবি

শাড়ি প্রত্যেক নারীকে অনন্য করে তোলে। শাড়ি পরিহিত নারী সবসময় খুবই আকর্ষণীয় দেখতে লাগে। আর শাড়ি যদি ডিজাইনার ব্লাউজ দিয়ে পরা হয় তাহলে নজর সরানো মুশকিল। শাড়ির সাথে ডিজাইনার ব্লাউজ স্টাইল ও ক্লাসি লুক নিয়ে আসে।

বোটনেক, ক্রপ ব্লাউজ, স্লিভলেস, ডিপ নেক, চাইনিজ কলারের পাশাপাশি বিভিন্ন কাট-ছাঁটের ব্লাউজের ট্রেণ্ড চলছে এখন। তবে ব্লাউজের কাট বেছে নেয়ার আগে কিছু বিষয়ে নজর দিতে হবে।

১) বোটনেক পরলে লুক সামান্য ভারি দেখায়। এটি না চাইলে বোটনেকটা গলার দিকে একটু ছড়িয়ে দিন।

২) অতিরিক্ত আঁটসাঁট ব্লাউজ পরবেন না। এতে উল্টো অস্বস্তিতে মাটি হবে সাজসজ্জা।

৩) ওঠানো গলার ব্লাউজ হলে চুল বেঁধে বড় একটি চুল পরে নিতে পারেন কানে। এতে ব্লাউজের সৌন্দর্য ফুটে উঠবে ঠিকঠাক।

৪) হাতা কাটা পরার আগে সেটায় আপনি স্বাচ্ছন্দ্য কিনা তা বুঝে নিন। হাত মেদবহুল হলে কনুই পর্যন্ত হাতাওয়ালা ব্লাউজ বেছে নিতে পারেন।

৫) পিঠকাটা ব্লাউজ পরতে চাইলে পিঠের ত্বকের পরিচর্যার বিষয়টাও জরুরি। উৎসবে অনুষ্ঠানে যাওয়ার আগে পিঠে অল্প মেকআপও করে নিতে পারেন।

৬) ব্লাউজের কাজও খুব গুরুত্বপূর্ণ। কাঁধের কাছে ভারি কাজ থাকলে শরীরের গড়ন চওড়া দেখায়। তার জায়গায় ছোট ছোট নকশা বেছে নিতে পারেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত