ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

কলকাতায় কেনাকাটার আগে কিছু পরামর্শ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৮, ১৫:৫০

কলকাতায় কেনাকাটার আগে কিছু পরামর্শ

বছরের শেষে অনেকেই দেশের বাইরে যান কেনাকাটা করতে। বিশেষ করে ভারতের কলকাতায় অনেক বাংলাদেশি যান কেনাকাটা করতে। কিন্তু ভিন দেশে কেনাকাটা করতে গিয়ে অনেকেই ঠকে আসেন। তাই জেনে নিন কিছু পরামর্শ।

টাকা বা ডলার এক্সচেঞ্জ করার সময়ে মাত্র ১০/২০ পয়সা বেশি পাওয়া মানে খুব বেশি কিছু পাওয়া নয়। ১০০ টাকায় ১০ বা ২০ টাকা মাত্র। তাই এই বিষয়টি মাথায় রেখেই টাকা বা ডলার এক্সচেঞ্জ করতে হবে।

৫/১০ রুপি করে মাথার ব্যান্ড, চুলের ক্লিপ, চিরুনি, কারচুপির এটা সেটা, টিপ, চুড়ি এগুলো কিনবেন না।

একই জিনিস কিন্তু নানা রকম রঙ দেখলে কিনবেন না। কম দাম পেয়ে ছোট ছোট জিনিস কিনবেন না। এতে হাতের টাকা শেষ হয়ে যাবে।

কসমেটিক্সের দোকানে কর্মীদের কথায় গলে যাবেন না। যেটা প্রয়োজন না বা দেখতে ভাল লাগছে না তবুও তাদের কথা কিনে ফেলবেন না।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত