ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

অতিরিক্ত ঘুমালে শরীরে যেসব ঝুঁকি দেখা দেয়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০১৯, ০০:০৪

অতিরিক্ত ঘুমালে শরীরে যেসব ঝুঁকি দেখা দেয়

সুস্থ থাকতে দৈনিক ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো জরুরি। কারণ কম ঘুমে নানা রোগের প্রবণতা বাড়ে। আবার অতিরিক্ত ঘুমালেও কিন্তু স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়। অনেকেই ছুটির দিন কিংবা অবসর পেলে দীর্ঘক্ষণ ঘুমাতে ভালোবাসেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ঘুমালে মানসিক ও শারীরিক নানা সমস্যা দেখা দেয়। যেমন-

১. পর্যাপ্ত ঘুম শরীরে রক্ত সঞ্চালন ঠিক রাখে। তবে অতিরিক্ত ঘুমালে রক্ত জমাট বেঁধে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন চলাচল বাঁধাগ্রস্ত হয়। ফলে হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

২. অতিরিক্ত ঘুমালে ওজন বাড়ার আশঙ্কা বাড়ে। এতে মানসিক অবসাদও বেড়ে যায়।

৩. ওজন বাড়লে টাইপ টু ডায়াবেটিসেরও ঝুঁকি দেখা দেয়।

৪. অতিরিক্ত ঘুমালে অনেকসময় তীব্র মাথাব্যথা হয়।গবেষণায় দেখা গেছে, সাপ্তাহিক ছুটিতে যারা বেশি ঘুমান তারা ওই সময় মাথা ব্যথা সমস্যায় ভোগেন।

৫. অনেকক্ষণ ঘুমালে শরীরের বিভিন্ন অংশে ব্যথাও হয়। বিশেষ করে যাদের হাড়ের সমস্যা আছে তাদের ব্যথা বেড়ে যায়। এছাড়া পিঠ এবং কোমর ব্যথাও বাড়ে।

৬. অতিরিক্ত ঘুমালে শরীরে অলসতা তৈরি হয়। আর শারীরিক কার্যক্রমের অভাবে মানসিক অবসাদও দেখা দেয়। এছাড়া সারাদিন ঘুমিয়ে কাটালে শরীরে ভিটামিন ডি’য়েরও ঘাটতি দেখা দেয়।

  • সর্বশেষ
  • পঠিত