ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

প্রাথমিক শিক্ষকের কবিতা ‘প্রধানমন্ত্রীর উপহার’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২০, ১৪:০৩  
আপডেট :
 ১১ মে ২০২০, ১৫:২৩

প্রাথমিক শিক্ষকের কবিতা ‘প্রধানমন্ত্রীর উপহার’

জামা, জুতো, ব্যাগের জন্য,

এক হাজার দিচ্ছে ভাতা।

পাওয়ার ক্ষেত্রে তারাই গণ্য,

পড়ালেখায় যাদের ভালো মাথা!

অকৃতকার্য যারা বার্ষিক পরীক্ষায়,

উপবৃত্তি থেকে বঞ্চিত হয়।

উপহারটাও যদি তারা হারায়,

কেমনে তবে খুশি রয়?

অনেক শিশুই স্কুলে পড়ে,

ছেঁড়া জামায় ব্যাগ ছাড়া!

দুঃখ বাড়ে জুতোর তরে,

ভাতা মিললেই সব সারা।

উপহার দিচ্ছেন শেখ হাসিনা,

সবার জন্যই হোক বরাদ্দ।

অনেক অর্থই যখন কীনা,

এলোমেলো কাজে হয় শ্রাদ্ধ!

অনুরোধ করি কর্তাদের পানে,

ভাতা আসুক সবার জন্য।

খুশি আসলে তাদের প্রাণে,

‘মুজিববর্ষ’ তাতে হবে ধন্য।

লেখক: আবু ফারুক, সহকারি শিক্ষক, ভাগ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, বান্দরবান।

  • সর্বশেষ
  • পঠিত