ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

বেঁচে থাকলে বঙ্গবন্ধুর বয়স হত ১০০ বছর

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ মার্চ ২০২০, ১৫:৪৯  
আপডেট :
 ১৭ মার্চ ২০২০, ১৫:৫০

বেঁচে থাকলে বঙ্গবন্ধুর বয়স হত ১০০ বছর
শেখ মুজিবুর রহমান

‘যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’- গানের কথাটি বাঙালির মনের কথা; আর মনের কথাটি যদি বাস্তবে ফলে যেত তাহলে রাত পোহালেই ১০০ বছর পূর্ণ হত বঙ্গবন্ধুর।

জন্মদিন নিয়ে বিশেষ কোনো ভাবনা ছিল না বঙ্গবন্ধুর; তিনি বলতেন, আমার জন্মদিনই কী, আর মৃত্যুদিনই কী? আমার জনগণের জন্য আমার জীবন ও মৃত্যু। আমি তো আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি।

সেই শেখ মুজিবুর রহমানের জন্মের শতবার্ষিকী মঙ্গলবার, যার হাত ধরে এসেছে বাংলাদেশের স্বাধীনতা, দেশের মানুষ ভালোবেসে যাকে দিয়েছে বঙ্গবন্ধু উপাধি, স্বাধীন দেশের সংবিধান যাকে দিয়েছে জাতির পিতার স্বীকৃতি।

নিজে জন্মদিন পালন করতেন না, কিন্তু তার হাত ধরেই বাঙালি পেয়েছিল স্বাধীনতার দিশা, অর্ধ শতকের পথচলায় অর্থনৈতিক মুক্তির নিশানায়ও তিনিই প্রেরণা, তার জন্মদিন উদযাপন এই কারণে যে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত