ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ঢাবিতে সাংবাদিককে পেটালো ছাত্রলীগ

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ২৫ মার্চ ২০২১, ২১:২৩

ঢাবিতে সাংবাদিককে পেটালো ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘বাংলাদেশের জনগণ’ব্যানারে জেয়াফত অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার ছাবি তুলতে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের কতর্ব্যরত এক সাংবাদিককে পিটিয়েছেন ছাত্রলীগ। আহত ঐ সাংবাদিক বাংলা ট্রিবিউনের ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার আবিদ হাসান রাসেল।

বৃহষ্পতিবার বিকেল পাঁচটায় টিএসসির মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। হামলার পর রাসেলকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, টিএসসিতে ‘বাংলাদেশের জনগণ’ব্যানারে মোদির আগমনের প্রতিবাদে 'জেয়াফত' অনুষ্ঠানে হামলা করে তাদের ব্যানার ছিনিয়ে নেয় ছাত্রলীগ। হামলার ছবি তোলায় আবিদ হাসান রাসেলকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে তার মোবাইল ছিনিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রলীগ নির্বাহী কমিটির উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক এস এম রিয়াদ হোসেন। হামলায় আরো ছিলেন জগন্নাথ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস, সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, বঙ্গবন্ধু হলের সাংস্কৃতিক সম্পাদক তানসেন শেখ, আন্তর্জাতিক সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্রলীগ কর্মী নুর আল আমিন ও শাকিল রেজা, বিজয় একাত্তর হলের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম তামিম প্রমুখ।

রাসেল কে মারধরের সময় ‘পায়রা চত্বর’এ দাড়িয়ে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ'র সহ-সভাপতি মাহমুদুল হাসান তুষার, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক আল আমিন রহমান ও শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাসউদ লিমন প্রমুখ।

এ বিষয়ে জানতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ'র সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কে একাধিকবার ফোন দেয়া হলে তারা রিসিভ করেননি।

  • সর্বশেষ
  • পঠিত