ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

এ দিনেই ক্ষমতা হস্তান্তর করেছিলো বিএনপি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২১, ১১:৪৬

এ দিনেই ক্ষমতা হস্তান্তর করেছিলো বিএনপি
ছবি প্রতীকী

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ৩০ মার্চ ২০২১, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আজকের এই দিনের ঘটনাবলি

১১৮০- আব্বাসীয় খেলাফতের পতন যুগে আবুল আব্বাস আহমদ নাসেরের বাগদাদের খেলাফত লাভ।

১২৮২- সিসিলি থেকে ফরাসিদের বহিষ্কার।

১৮১২- কলকাতায় এথেনিয়াম থিয়েটার নামে রঙ্গমঞ্চ খোলা হয়।

১৮৬৭- রাশিয়ার কাছ থেকে আমেরিকার আলাস্কা খরিদ।

১৯৩০- চীনে বামপন্থী চীনা সাহিত্যিক সংঘ প্রতিষ্ঠিত হয়।

১৯৭১- শিক্ষাবিদ জ্যোতির্ময় গুহ ঠাকুরতা শহীদ হন।

১৯৮১- ওয়াশিংটন ডিসিতে হোটেল হিলটনের বাইরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান গুলিবিদ্ধ হন।

১৯৯২- সত্যজিৎ রায় অস্কার পুরস্কার ‘মাস্টার অব ফিল্ম মেকার’ লাভ করেন।

১৯৯৬- বিএনপি সরকারের প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে পদত্যাগ।

আজকের এই দিনে যারা জন্মগ্রহণ করেছিলো

১৮৪৪- ফরাসি কবি পল ভেরলেনের জন্ম।

১৮৫৩- ওলন্দাজ চিত্রশিল্পী ভ্যান গগের জন্ম।

১৮৭০- বসুমতীর সম্পাদক ও লেখক সুরেন্দ্রনাথ সমাজপতির জন্ম।

১৮৯৯- সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম।

১৯১৯- কবি সিকান্দার আবু জাফরের জন্ম।

১৮৯১- যুক্তরাষ্ট্রের প্রকৌশলী ও যন্ত্র নির্মাতা আর্থার উইলিয়াম সিডনি হ্যাংরিটন জন্মগ্রহণ করেন।

আজকের এই দিনে যারা মারা গেছেন

১৯৪৮- ইরানের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানতাপস এবং সংগ্রামী আলেম আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ হোসেইন তাবাতায়ী বুরোজার্দি ইন্তেকাল করেন।

১৯৫৭- শিশুসাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের মৃত্যু।

১৯৬৫- কথাশিল্পী সতীনাথ ভাদুড়ীর মৃত্যু।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত