ঢাকা, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুর জামিন স্থগিত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ১২:৩৪

সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুর জামিন স্থগিত
সাংবাদিক নাদিম হত্যা প্রধান আসামি বাবুর জামিন স্থগিত। ফাইল ছবি

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রায় দেন। রায়ে হাইকোর্টের দেয়া বাবুর ৬ মাসের জামিন স্থগিত করা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম আবুল হোসেন।

এর আগে ১৯ সেপ্টেম্বর হাইকোর্ট বাবুকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। এরপরদিন ২০ সেপ্টেম্বর বাবুকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে লিভ টু আপিল দায়ের করার নির্দেশ দেন আপিল বিভাগ। পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে লিভ টু আপিল দায়ের করে।

উল্লেখ্য, গত বছরের ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপির বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। পরদিন ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং আরও অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় এ পর্যন্ত বাবুসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত