ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

শওকত জামানের কবিতা ‘ভালবাসার ঘর’

  শওকত জামান

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৬

শওকত জামানের কবিতা ‘ভালবাসার ঘর’
প্রতীকী ছবি

ধান মাড়াইয়ের পর

খড়টুকু আমাকে দিও?

সেই খড়ে ভালবাসার ঘর বানাবো

মুদিখানা থেকে সুতলি এনেছি রেখে

কামারশালার সুঁচালো সুঁই,

কামলা আনতে খবর দিয়েছি কিছুক্ষণ আগে

ছনের ঘর ছাউনির সব আয়োজন।

ও বাড়ির চাচা বলছে, খড়, সুতলি, কামলা কেন হে বাপু

আমি বললাম, রওনা দিয়েছে

এসে পড়লো বলে আমার ও।

নাছোড়বান্দা মানুষটির ফের প্রশ্ন ও কে?

লজ্জায় লাল চোখেমুখে মৃদু সুরে বললাম,

আমার ভালবাসার মানুষ।

বুকের মধ্যখানে ছনের ঘর তৈরির

আয়োজন চলছে মহাসমারোহে

চারপাশে সীমানা নির্ধারণে

ফিতে ধরতেই প্রতিবাদে

কৈ মাছের মতো ফাল দিয়ে উঠলো

আবেগী মন

আজকাল বড়ই ইমোশনাল হয়ে উঠছে প্রায়

উত্তাল কণ্ঠে বলছে

ভালবাসায় দাঁড়ি, কমা, সেমিকোলন বা সীমানা

কিছুই মানবো না আমি

শরীরের অঙ্গপ্রতঙ্গ ভালবাসার ঘর নির্মাণে

মহাজজ্ঞে মত্ত

যে ঘরে থাকবে ওদের কুটুম্ব

আমার ভালবাসার মানুষ

ধুকপুক ধুকপুক ধুকপুক করে

বুকের জমিনে সিগন্যাল দেয়

হার্টবিট নামের ঐ হারামজাদা

ও বেটাকে বলেছি,

তোর ধাক্কায় আমার প্রিয়ার

ঘুম যাবে ভেঙে

বহুকাল এ কাজ করলে,

এবার ক্ষান্ত হ,

ময়না নিয়ে ভালোয় ভালোয় বিদায় হও।

আমরা দুজনে বেঁচে থাকবো

ভালবাসার নিঃশ্বাসে।

  • সর্বশেষ
  • পঠিত