ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

মনিষা বিশ্বাসের কবিতা ‘জলে ভয়’

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২১, ২১:৫৫

মনিষা বিশ্বাসের কবিতা ‘জলে ভয়’
মনিষা বিশ্বাস

জল দেখলে ভয় হয় আমার

চাই না তারে ছুঁতে,

তবুও দেখি না চাইতেও

জল জমেছে ভূতে।

যখন ছিল বয়স কম

কাঁটতে পারতাম না সাঁতার,

নদীর পাড়ে থাকতাম বসে

কারণ ছিলো না কাঁদার।

বন্ধুরা সব খেলা করতো

লাগিয়ে দিতো কাদা,

মন চাইলেও যেতাম না ধুতে

জলের ভয়ে মন পরেছিল বাঁধা।

এখন আমি বড় হয়েছি

অকুল পাথারে সাতার,

সদা শঙ্কিত মন; ভয় বেড়েছে

জীবনময় নামে যদি আঁধার।

মন চাইলেও কাঁদতে পারি না

ধুতে পারি না আঁখি,

ভয়ে ভয়ে জীবনটা আমার

হয়ে উঠেছে ত্রস্ত শালিকী।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত