ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

মনীষা বিশ্বাসের করোনাকালের কবিতা ‘শোকার্ত শহর’

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ১৯:২১

মনীষা বিশ্বাসের করোনাকালের কবিতা ‘শোকার্ত শহর’
মনীষা বিশ্বাস

মৃত্যুক্ষুধায় শহরে হাহাকার

বেড়ে চলেছে শেয়াল শকুনের চিৎকার,

শোকার্ত আজ ধরণীমাতা

চারিদিকে স্বজনহারা আত্মচিৎকার!

সূর্য হারাচ্ছে আলোর জ্যোতি

থেমে যাচ্ছে চলার গতি

কান্নার ধ্বনি শুনতে পাই বায়ুতে

টান পড়েছে জীবন আয়ুতে!

যুদ্ধে নেই ঢাল-তলোয়ার

হোক সে মস্ত বীরযোদ্ধা,

চোখ মুখ রাখতে হবে ঢাকা

হোক সে দিগবিজয়ী বোদ্ধা!

এদিক ওদিক ছিল এতদিন

শুনতে পেতাম শুধু আভাস,

দেয়ালে এখন পীঠ ঠেকেছে

আমার শহরে সুখের বিনাশ!

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত