ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

মেহমেদ আজফির এর কবিতা ‘অনভ্যাস’

  অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ১১:১৩  
আপডেট :
 ০৬ ডিসেম্বর ২০২১, ১১:১৭

মেহমেদ আজফির এর কবিতা ‘অনভ্যাস’

সেদিন কি আর তাকাবি তুই?

হঠাৎ যদি দৃষ্টি মেলে-কলেজ মোড়ের টং দোকানে?

অদ্য-অতীত গুলিয়ে ফেলে—

হারিয়ে যাবি—হারিয়ে ফেলা সেসব ক্ষণে?

হঠাৎ যদি দেখিস আমায় দাঁড়িয়ে আছি—

টিএসসি মোড় কিংবা ডাসে,

ডাকবি আমায়? চমকে দিবি পেছন থেকে?

বলবি হেসে? 'চল্ না দুজন একটু বসি সবুজ ঘাসে'।

দেখা যদি হয়েই যায় শাহবাগে!

হিমু রঙা পাঞ্জাবী গায় নয়তো দুটো গোলাপ হাতে—

উদাস হয়ে দেখছি এদিক, খুঁজছি কিছু ওদিকটাতে;

হাত নাড়াতে করবি খরচ দশটি সেকেন্ড—জীবন হতে?

মনে কর এক শাওন দিনে-বাহন খোঁজা দৃষ্টিটা তোর—

খেয়ালে বা বেখেয়ালে হঠাৎ করেই আমায় পেলো,

দেখে আমার আষাঢ় যাপন—বুঝে নিবি তুই কি তখন—

শেষ বিকেলে ঘোর বাদলে—ঠাঁই নিয়েছে কান্নাগুলো!

অ্যালামনাইয়ের কোলাহলে, আবার মুখোমুখি হলে—

রাগবি তেমন? মৈত্রী হলের সামনে যেতে দেরি হলেই রাগতি যেমন?

কেমন করে এ্যাত্তো বছর, নেই নি বলে একটু খবর—

শাস্তি দিবি? মলবি দু'কান আগের মতন?

আমার কিছু প্রশ্ন আছে, দেখা হলে জবাব দিবি?

ভুলগুলো সব আমার ছিলো? তোর ছিলো না?

ভাবাবেগে এই আবেগীর বুকটা জ্বলে, তোর জ্বলে না?

তুই না আমার বুঝতি স্বভাব? খুঁজতি অভাব? তবুও তোর মন গলে না?

শূন্য শোকে-অশ্রু চোখে আজও ভাবি—

আমায়—চেনা গোপন কোডে-নীলক্ষেতে বা ফুলার রোডে করবি স্মরণ;

বুঝি এখন, ব্যস্ততায় আর—হয় না সময় আমায় ভাবার;

অথচ দ্যাখ অনভ্যাসে এই হৃদয়ে রক্তক্ষরণ!

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত