ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ভোট বাতিল করে পুন:নির্বাচনের দাবি বিএনপির

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২০, ২১:৩৭

ভোট বাতিল করে পুন:নির্বাচনের দাবি বিএনপির

ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা ৩ আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচন অবিলম্বে বাতিল করে দিয়ে পুন:নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা এতো করে বললাম, যে তিনটি আসনে উপ-নির্বাচন আজকে হয়ে গেলো- আমরা এতো করে বললাম- নির্বাচনটা বন্ধ করুন। আজকে কি হয়েছে-দেখা গেছে যে, নট ইভেন টু পারসেন্ট কাস্টিং হয়নি। একেবারেই ভোটার নেই। তারপরে আবার আমাদের দলের এজেন্টদেরকেও বের করে দেয়া হয়েছে।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে ফখরুল বলেন, এই কমিশন আসলে একটা ক্লাউনে পরিণত হয়েছে এবং তারা নিজেদের যে জায়গাটা কোথায়, সাংবিধানিকভাবে তাদের অবস্থানটা কোথায় সেটাও তারা বুঝে না বলে তারা এসব কাজ করে। জাতীয় দুর্যোগের মধ্যে এরকম নির্বাচন করে।

কেএস/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত