ঢাকা, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ০১ জানুয়ারি, ১৯৭০
শিরোনাম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২১, ২২:২১

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির শ্রদ্ধা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটি। মঙ্গলবার সকালে ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কমিটি সদস্যরা।

কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটি চেয়ারম্যান কৃষিবিদ ড. মির্জা জলিল এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও উপ-কমিটির সদস্য সচিব ফরিদুন্নাহার লাইলীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন পরবর্তী দোয়া মোনাজাতে অংশ নেন সদস্যরা। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও পনেরো আগস্টে ও একুশে আগস্টের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দেশ ও জাতির উত্তোরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল প্রত্যাশার পাশাপশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয় মোনাজাতে।

শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত শেষে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, উপ-কমিটির সদস্য সচিব ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী বলেন, ‘কৃষি এবং কৃষককে স্বাবলম্বী করতে জননেত্রী শেখ হাসিনার সরকার বিরামহীন কাজ করে চলেছেন। তাঁরই প্রচেষ্টায় কৃষি উৎপাদনে সমৃদ্ধ দেশ এখন অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে কৃষিতে আত্মনির্ভরতা অর্জনের সংগ্রামে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’

তিনি আরো বলেন, ‘আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির বিশেষজ্ঞ মতমত সরকারের কাছে তুলে ধরা হবে।’

উপ-কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট কৃষিবিদ ড. মির্জা জলিল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কৃষিখাতে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। কৃষিতে আত্ম-নির্ভর দেশ গড়ে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে কেন্দ্রীয় উপ-কমিটির নেতারা জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে দেশ সেবায় ব্রতী হবেন এবং বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আত্ম-নিবেদন করবেন।’

দেশব্যাপী তৃণমূল পর্যায়ে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষকলীগের নেতাকর্মীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে উৎপাদনে গতিশীলতা আনা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

বৈশ্বিক সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান আইসিএসডি, অস্ট্রেলিয়া- এর ভাইস-প্রেসিডেন্ট, নোবেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-(ইউএসএ)- এর ভিজিটিং প্রফেসর, এমনেস্টি ইন্টারন্যাশনালের সদস্য এবং কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য ড. মিঠুন মোস্তাফিজ বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই আমরা উন্নত দেশের কাতারে সামিল হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করবো। এ যাত্রায় কোন ষড়যন্ত্রই আমাদের দমিয়ে রাখতে পারবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে, জননেত্রী শেখ হাসিনার আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা নিরলসভাবে কাজ করে যাবো।’

উপ-কমিটি সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সরদার ফারুক হোসেন বলেন, ‘কৃষিতে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আগামীতে ১৭ কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং কৃষকের ভাগ্য উন্নয়নই আমাদের লক্ষ্য।’

মেজর জেনারেল (অব) ডা. মো. ফসিউর রহমান, প্রফেসর ড. আমিন উদ্দিন মৃধা, আতিকুল হক আতিক, মশিউর রহমান শিহাব, শেখ মো. হাবিবুর রহমান, ডা. আফরোজা আক্তার, নসরুল কবির কায়েস নিহাদ, গোলাম সারোয়ার হেলাল, এডভোকেট মাহবুবুর রহমান শুভ, সরদার মাহবুব হাসান রুবেলসহ উপ-কমিটির সকল সদস্য বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৭২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটি অনুমোদন দেন।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত