ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

এভারকেয়ারে নেয়া হল খালেদা জিয়াকে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ১৭:৩৮  
আপডেট :
 ১২ অক্টোবর ২০২১, ১৮:০০

এভারকেয়ারে নেয়া হল খালেদা জিয়াকে
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিটে তাকে হাসাপাতালে নেয়া হয়। এ সময় হাসপাতালের সামনে দলীয় নেতাকর্মীরা ভিড় করেন।

বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়া গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন। এ জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে তার কয়েকটি শারীরিক পরীক্ষা করা হবে। এরপর প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি করা হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে বলেন, ম্যাডামকে হাসপাতালে নেয়ার আগে তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা করেছেন। তিনি ফিরোজায় কিছু সময় থেকে ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রীকে ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যেতে হয়।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছিল ​তার পরিবার। তবে সরকার বলেছে, সাময়িক মুক্তির শর্ত অনুযায়ী তাকে দেশে রেখেই চিকিৎসা দিতে হবে।

দেশে করোনা শুরুর পর পরিবারের আবেদনে গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ তাকে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেয় সরকার।

শর্তে বলা ছিল, খালেদা জিয়া মুক্ত থাকার সময়ে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। এরপর সেই শর্তে তার মুক্তির মেয়াদ আবারও বাড়ানো হয়েছিল।

এরপর আরও তিন দফায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় সরকার

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত