ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ৮০ ভাগ ভোট পাবে: ফখরুল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৮, ১৯:১০  
আপডেট :
 ১৮ জানুয়ারি ২০১৮, ১৯:২২

নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ৮০ ভাগ ভোট পাবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশ্যে বলেছেন, একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন। দেশের শতকরা ৮০ ভাগ মানুষ বিএনপিকে ভোট দেবেন।

বৃহস্পতিবার বিকেলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সুপ্রিমকোর্ট মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার মওদুদ, মির্জা আব্বাস প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, সরকার জিয়াউর রহমানকে কলুষিত করতে চায়। তারা বিএনপিকে একঘরে করতে চায়।

তিনি বলেন, সরকার মিথ্যা মামলা দিয়ে বেগম জিয়াকে আদালতে আটকে রেখে হেনস্থ করছে। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার পর মামলা দিয়ে ঘায়েল করছে। এই অচলায়তন ভেঙে ফেলতে হবে। আমরা কখনো আর গণতন্ত্রবিরোধী শক্তিকে দেশের ক্ষমতায় দেখতে চাই না।

মির্জা ফখরুল সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, একটি নিরপেক্ষ কমিশন গঠন করুন। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় পৃথিবীর অন্যান্য ফ্যাসিস্ট নায়কদের মতো আপনারাও ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।

/এসবি/

  • সর্বশেষ
  • পঠিত